প্রতিবেদনে বলা হয়, ২০২২ ও ২০২৩ সালে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ তুলে ইরানের বিপ্লবী আদালত চলতি বছরের এপ্রিলে তাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে জুনে ইরানের সুপ্রিম কোর্ট থেকে সেই আদেশ বাতিল করা হয়।
তুমাজ সালেহিকে ২০২২ সালে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভকে প্রকাশ্যে সমর্থন করার পরে তাকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন:মাশা আমিনিকে নিয়ে গান গাওয়ায় ইরানে পপ তারকার ৩ বছরের কারাদণ্ড
৩৪ বছরের সালেহি, তার গানের মধ্য দিয়ে ইরানের নেতাদের সমালোচনা করেছেন। গ্রেফতারের আগে তাকে কনসার্টে গান গাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
র্যাপার সালেহির বিরুদ্ধে গুজব ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি, অপপ্রচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
ইসলামি ড্রেসকোড অনুযায়ী হিজাব পরিধান না করায় ২০২২ সালে ২২ বছর বয়সী ইরানি তরুণী মাশা আমিনিকে গ্রেফতার করে দেশটির নৈতিক পুলিশ। এ সময় পরিবারের সঙ্গে তেহরানে যাচ্ছিলেন মাশা। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার।
মাশা আমিনীর মৃত্যুতে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে শতাধিক মানুষ নিহত হন। আটক করা হয় কয়েক হাজার।
আরও পড়ুন:ইরানের ‘নৈতিক পুলিশের’ কাজ কী?
]]>