মুহাররম মাসে বিয়ে করা কি অকল্যাণকর?

১ দিন আগে
মুহাররম আরবি সনের প্রথম মাস। এটি সম্মানিত চার মাসের একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আসমান-জমিন সৃষ্টিলগ্ন থেকে সময় তার মতো করে চলছে। বছরে ১২ মাসের চারটি সম্মানিত মাস। ধারাবাহিকভাবে তিনটি: জিলকদ, জিলহজ ও মুহাররম। চতুর্থটি হলো রজব।’ (বুখারি ৩১৯৭)

অনেকে জানতে চান, মুহাররম মাসে বিয়ে করা কি অকল্যাণকর?

 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কোনো মাস, দিন বা রাতকে অশুভ মনে করা বিশেষ কোনো সময়কে বিশেষ কাজের জন্য অশুভ ও অলক্ষুণে মনে করা-সবই জাহেলিয়াতের কুসংস্কার। যেমন ইসলামপূর্ব যুগের কোনো কোনো লোকের এই ধারণা ছিল যে, শাওয়াল মাসে বিয়ে-শাদির অনুষ্ঠান অশুভ ও অকল্যাণকর।

 

আরও পড়ুন: আশুরার রোজা কবে, কয়টি রাখতে হয়

 

হজরত আয়েশা (রা.) এই ভিত্তিহীন ধারণাকে এই বলে খণ্ডন করেছেন, 

 

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন এবং শাওয়াল মাসেই বাসর উদযাপন করেছেন। অথচ তাঁর অনুগ্রহ লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে? (মুসলিম, হাদিস: ১৪২৩)

]]>
সম্পূর্ণ পড়ুন