মুরাদনগরের ঘটনায় ক্ষোভে উত্তাল শোবিজ অঙ্গন

১ সপ্তাহে আগে
কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন তারকারা। দাবি উঠেছে, ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বলছেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হবেই। ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিকৃত চিন্তাভাবনা সমাজকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে। তাই প্রকাশ্যে আসামিকে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দেয়ার দাবি তুলছেন তারা।

 

মুরাদনগরে ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে অভিনেতা জিয়াউল রোশান লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই। জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাই না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই।’

 

ছোট পর্দার অভিনেতা আরশ খান এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন করা সম্ভব না। একবার যারজ সব সময় যারজই থাকে।’

 

অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে ধর্ষকদের ফাঁসি দাবি করেন। তিনি বলেন, ‘ধর্ষকদের মেরে ফেলুন। প্রকাশ্যে ফাঁসি দিন।’

 

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ।’

 

সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’

 

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

 

তমা মির্জা লিখেছেন, ‘মুরাদনগর, কুমিল্লা! বীভৎসতা! লজ্জা।’

 

অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না।’

 

আরও পড়ুন: মিডিয়া ছেড়ে শেষবেলায় কোথায় আছেন বৈরাগী, জানালেন হৃদয় দোলানো উপলব্ধি

 

মিশা সওদাগর লিখেছেন, ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি‌।’

 

আরও পড়ুন: ‘খলনায়ক’ হয়ে সিনেমায় পা রাখেন হানিফ সংকেত

 

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা লিখেন, ‘ধিক্কার।’ এরপর হ্যাশট্যাগ ব্যবহার করে অভিনেত্রী লেখেন, ‘ধর্ষকের শাস্তি চাই।’

]]>
সম্পূর্ণ পড়ুন