বন বিভাগ জানায়, তরু মণ্ডলের স্ত্রী তার হাঁস মুরগির খোপের মধ্যে অনেক চেঁচামেচি শুনে পাশে গিয়ে সাপটিকে দেখতে পান। এ সময় স্বামী তরু মণ্ডলকে বললে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ কাজে থাকা ঢাংমারী স্টেশনের বনরক্ষী ও ওয়াইল্ডটিম ও ভিটিআরটির সদস্যদের খবর দেয়া হয়। পরে তারা এসে অজগরটি উদ্ধার করে।
পরবর্তীতে অজগর সাপটিকে পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর করেন বলে জানান ওয়াইল্ডটিম প্রতিনিধিরা।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন অফিস ইনচার্জ সুরজিৎ চৌধুরী বলেন, ‘অজগরটিকে বনরক্ষী, স্থানীয়রা ও ওয়াইল্ডটিমের সদস্য উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা দিপন চন্দ্র দাসের নির্দেশনায় বনরক্ষী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের সহায়তায় আমরা যৌথভাবে সুন্দরবনে অবমুক্ত করি ওই অজগর সাপটিকে।’
তিনি আরও বলেন, ‘সাপটির ওজন ১০ কেজি এবং লম্বায় প্রায় ৮ ফুটেরও বেশি।’