মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে মনোরেল বিকল, আটকা বহু যাত্রী

৬ দিন আগে
ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে একটি মনোরেল ট্রেন বিকল হয়ে অন্তত ২০০ যাত্রী আটকা পড়েন বলে জানা গেছে।

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানিয়েছে, উঁচু ট্র্যাকে চলাচলকারী মনোরেল রেকটি বিদ্যুৎ সরবরাহের সামান্য সমস্যার কারণে আটকে গেছে। 

 

অপারেশন এবং রক্ষণাবেক্ষণ দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করছে বলেও জানানো হয়েছে।

 

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করার আগে ভীত যাত্রীরা ট্রেনের জানালা ভাঙার চেষ্টা করছেন। 

 

আরও পড়ুন: পাকিস্তানে নতুন করে বৃষ্টি, জুন থেকে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬ শতাধিক

 

জানা যায়, সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ চেম্বুর এবং ভক্তি পার্কের মাঝামাঝি ট্রেনটি থেমে যায় এবং প্রায় ২০০ যাত্রী ভেতরে আটকা পড়েন।

 

জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে, সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় মুখ্যমন্ত্রী। এই ঘটনার তদন্তও করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

গত দুই দিন ধরে শহরটিতে বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় মধ্যেই এই ঘটনা ঘটেছে। ভারি এই বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাটও।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন