মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ কলেজে মিলন মেলা

১ দিন আগে
শিশু-কিশোরদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মাপাড়ে জেলার শ্রেষ্ঠ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা বসেছিল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার গাঁওদিয়া শামুর বাড়ি গ্রামে ইউনুস খাঁন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে হয় এই আয়োজন। হেমন্তের শিশির ঝরা সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো আয়োজনই শিক্ষার্থীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি  ও ড্রামা শো দিয়ে সাজানো ছিল। এসব আয়োজন দর্শক হৃদয় জয় করে নেয়।


ফলাফলের ভিত্তিতে জেলায় পরপর তৃতীয়বারের মত প্রত্যন্ত অঞ্চলের কলেজটি প্রথম হওয়ার গৌরব অর্জন করায় আয়োজনটি ছিল বিশেষ বর্ণিল। ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল নানা দক্ষতাও ফুটে উঠে আয়োজনটিতে। লেখাপড়ার কৌশলের ভিন্নতা এবং জড়তা কাটিয়ে সব দুর্বলতাকে জয় করে বিশ্বজয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্রত সবাই।


দায়িত্বশীলরা জানান, শিক্ষার সঠিক মান ধরে রাখতে শিক্ষকদেরও নিয়মিত প্রশিক্ষিত হওয়া শিক্ষা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এখানে। শিক্ষকদের দেখেই শিক্ষার্থীরা নিজেদর আবিষ্কার করেন। তাই এখানে শিক্ষকদের নিয়মশৃঙ্খলা নিয়ে অনেকে বেশি সর্তক কর্তৃপক্ষ। 


বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজনটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও দেয়া হয়।


তাই অনেক প্রাক্তন কৃতি শিক্ষার্থীও আসেন এই আয়োজনে। প্রাথমিক শাখার মেধা অন্বেষণে বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।


আরও পড়ুন: পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব, অনির্দিষ্টকালের জন্য বন্ধ চাঁদপুরের ২ কলেজ


সবকিছু মিলিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। শিক্ষালয়টির প্রতিষ্ঠাতা ফরিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির ভাষণ দেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো.  জাকির হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফাহাদ খাঁন, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন রিচার্জ লিমিটেডের চেয়ারম্যান ড.সুমন আহম্মেদ। 


স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. কামরুল হুদা। বক্তারা শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নে ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান। কলেজটির নবীন শিক্ষার্থীরাও স্বপ্ন জয়ের অভিব্যক্তি প্রকাশ করে।


প্রধান অতিথির ভাষণে ফাতেমা তুল জান্নাত বলেন, শিশুদের স্বপ্ন তৈরি করে দিতে হবে। আর পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের শিক্ষকদের কাছে পরামর্শ চাইতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল ও পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।


আয়োজনটিতে ৭৬ কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও  পুরস্কার বিতরণ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন