রোববার (৯ ফেব্রুয়ারি) গজারিয়ার বালুয়াকান্দী ইউনিয়নের তেঁতৈতলা মেঘনা ঘাটের বিআইডব্লিউটিএ’র জেটির সামনে এমবি আল্লাহর ভরসা-৪ বাল্কহেডের সুকানী স্বপন মিয়ার (৩৩) মরদেহ ভেসে ওঠে। পরে নৌপুলিশ এসে লাশ উদ্ধার করে। স্বপন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কোকরারায় গ্রামে মারাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী এমবি আল্লাহ ভরসা-৪ বাল্কহেডের স্টাফ আকির হোসেন জানান, তীরে নোঙর করা একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফ দিয়ে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে পানিতে ডুবে যায়।
আরও পড়ুন: পদ্মায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উপস্থিত নিহত শ্রমিকের মামাতো ভাই ফরিদ হোসেন বলেন, তিনদিন ধরে বাড়ি থেকে এসে মেঘনাঘাটে অবস্থান করছি ভাইয়ের খোঁজে। পেলাম মরদেহ। কান্না জড়িত কণ্ঠে বলেন, বাড়িতে স্ত্রী তিনটা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে উনার। পুরো পরিবারে এখন শোকের মাতম।
গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম সন্ধ্যায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় পুকুরে ভাসছিল নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তেঁতুলতলা মেঘনা ঘাট বাজার নদীর তীরবর্তী ঘাটে নোঙর করে রাখা বাল্কহেডে যাওয়ার পথে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায় সুকানী স্বপন মিয়া।