মুন্সীগঞ্জে বিএনপির বৈশাখী শোভাযাত্রায় সংঘর্ষ, হাসপাতালে ২

৪ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আতাউর করিম জানান, আহত শুভ (২৮) ও শীমনকে (২০)  চিকিৎসা দেয়া হচ্ছে।


পুলিশ ও স্থানীয়রা  জানায়, দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌঁছালে শোভাযাত্রার মধ্যে আকস্মিক বিশৃঙ্খলা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় সংঘর্ষে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন: রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু


জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, আমি শোভাযাত্রার সামনে ছিলাম। পেছনে কারা বিশৃঙ্খলা করেছে তা দেখিনি। পরে আমার নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কথা কাটাকাটির ঘটনা ঘটতে পারে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।


মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একটু হট্টগোল হয়েছে। তবে নিজেরাই তা মিটিয়ে ফেলেছে। কোনো পক্ষই অভিযোগ করেনি। পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন