বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুবচনি বাজারের কাছে তালতলা-ডহুরি খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কাদির সরদার স্থানীয় চাষিরী এলাকার তালেব সরদারের ছেলে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, শিশুসহ ৯ জনকে উদ্ধার
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাঝি অপর আরেক যাত্রী নিয়ে সুবচনি বাজারের তীরে নোঙরের চেষ্টা করছিলেন ট্রলারটি। এ সময় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে তেল নিতে এসে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, রাতে ডুবুরি না থাকায় নদীর তলদেশে অভিযান সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান শুরু হবে।
আরও পড়ুন: মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ, জীবিত উদ্ধার ৪
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। বাল্কহেডটি জব্দ করে নৌ পুলিশের কাছে রাখা হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নৌ-পুলিশ চারজন স্টাফসহ দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটি আটক করেছে।