উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মাহিন (৮), কণিকা (৩০), আরাফাত (৪), সোহানা (১২), আওয়ান (৭), ফাহিম (৫), মতিন রহমান (৭৫), নিলুফা বেগম (৭২), মদিনা (২৫) ও শিরিন বেগম (৬৫)।
পাগলা কুকুরের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুরে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপরও আতঙ্ক কমেনি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে এজেন্ট ব্যাংক কর্মচারীকে তুলে নিয়ে ১৬ লাখ টাকা লুট
রাজানগর এক নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. তৈয়ব আলী বলেন, ‘ঘটনা দুঃখজনক! পাগলা কুকুরের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ইউনিয়ন থেকে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে।’
ফুলহার গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস চৌধুরী জানান, ‘কণিকা বেগম নামের একজনের একটি আঙুল কামড় দিয়ে ভেঙ্গে ফেলেছে, মাহিনের পায়ের রগ ছিড়ে ফেলেছে। অন্যদের শরীরের যেখানে পেরেছে কামড় দিয়ে রক্তাক্ত করেছে।’
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, ‘আহতদের বাংলা সাবান দিয়ে ওয়াশ করে হাসপাতালে নেয়া হয়েছে এবং ভ্যাকসিন দেয়া হয়েছে। ঘটনাস্থল ঢাকার খুব কাছে হওয়ায় চিকিৎসার জন্য সরাসরি ঢাকার হাসপাতালে নেয়া হয়েছে।’
]]>