গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, বালুর চাঁদা নিয়ে নয়ন পিয়াস গ্রুপের সঙ্গে লালু বাহিনীর বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। আব্দুল মান্নান ওরফে সুটার মান্নান ও হৃদয় বাঘ লালু বাহিনীর নেতৃত্ব দিতেন। এ নিয়ে সোমবার সকালে দুগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতেই সুটার মান্নান নিহত হন।
আরও পড়ুন: কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩
পুলিশ জানায়, ১৬ জুলাই ষোলআনী বালুমহালে চাঁদা আদায় করতে গিয়ে তিনজন আটক হন। এ ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন বাদী হয়ে হোগলাকান্দি গ্রামের হৃদয় বাঘকে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর হৃদয় বাঘ আত্মগোপনে থাকলেও ১৭ জুলাই রাতে এলাকায় ফিরে এসে শুটার মান্নানসহ তার অনুসারীদের নিয়ে মহড়া দেন। ককটেল বিস্ফোরণ ও গুলি ঘটনাও ঘটে। এসব ঘটনার জেরে এমনটা ঘটে।