সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণপাইকশা গ্রামের প্রবাসী সোহেলের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন কাজি ওই এলাকার কাজি সূর্য মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িটির পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে পরে থাকা ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে রহস্যজনক মৃত্যু মনে করা হচ্ছে। ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রাস্তা বন্ধ করে চলাচল করা গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
]]>