মুন্সীগঞ্জে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল

৪ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে দক্ষিণের প্রবেশদ্বার মাওয়ার টোল প্লাজায় যানবাহনের লম্বা লাইন ছিল।

সকালে একটি অস্থায়ী টোল বুথ চালু করা হয়। ৯টি বুথের মধ্যে দুই বুথে বাইকের টোল ও অপর ৭টি বুথে অন্য সব গাড়ির টোল নেওয়া হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমতে থাকে। তবে টোল দেয়া মাত্রই নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে উৎসব পরিবেশে ঘরে বাড়ি যাচ্ছেন। মাত্র ৭-৮ মিনিটে পারি দিচ্ছে বিশাল পদ্মা।


এদিকে ছুটির আগের দিন বুধবার পদ্মা সেতুতে একদিনে ৪ কোটি ৯ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। ৩৭ হাজার ৪৬৫ গাড়ি পারাপার হয়েছে। বুধবার অবধি  মোট ২ হাজার ৪৪৭ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ৫০ টাকা টোল আদায় হয়। আর যান পারাপার হয়েছে ১ কোটি ৮৯ লাখ ১১ হাজার ৭৩১ টি।

আরও পড়ুন: ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল, চেকপোস্ট-তল্লাশি

বৃহস্পতিবার বিকেল ৫টা অবধি ৩৫ হাজার ৪৪৫ টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩,৮১,৯৪,৭৫০ টাকা। তবে চলন্ত গাড়িতে টোল আদায় ইটিসিএস পাইলটিং করার দুই বছরেও চালু করা যায়নি৷


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন), আলতাফ হোসেন সেখ পদ্মা সেতু দিয়ে নিরাপদে ঈদযাত্রার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া ১০ দিনের লম্বা ঈদ ছুটিতে গ্রামে যাওয়ার ভিন্ন এক ভালো লাগা দেখা যাচ্ছে এবার।

]]>
সম্পূর্ণ পড়ুন