মুক্তির প্রথম দিনই ‘তাণ্ডব’ সিনেমার মিড নাইট শো চলছে...

৩ সপ্তাহ আগে
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘তাণ্ডব’। ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত ও নির্মাতা রায়হান রাফী পরিচালিত এ সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক চাহিদা তুঙ্গে। আর তাই প্রথম দিনেই চলছে এ সিনেমার মিড নাইট শো।

শাকিব খান ফিল্মসের অফিশিয়াল পেজে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (৭ জুন) দিবাগত রাত ১টার দিকে এস কে ফিল্মস ফেসবুক পেজ একটি স্ট্যাটাস শেয়ার করে।

 

তাতে লেখা, মেগাস্টার শাকিব খানের 'তাণ্ডব' মুক্তির প্রথম দিনেই রাজ তিলক সিনেমা হলে (রাজশাহী) মিডনাইট শো চলছে, রাত ১২ - ৩ টা!

 

জানা যায়, সিনেমাটি জনপ্রিয়তার শীর্ষে থাকায় দর্শকদের উন্মাদনায় রাজতিলক সিনেমা হল প্রথম দিনেই আয়োজন করে মিডনাইট শো। রাতের শোতেও প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় বলে জানায় রাজতলিক সিনেমা হল কর্তৃপক্ষ।

 

একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

 

আরও পড়ুন: ভালোবেসে একে অন্যকে ধুয়ে দিলেন মন্দিরা-শুভ

 

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবকে। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

 

আরও পড়ুন: রাফীর জীবনের সেরা সিনেমা ‘তাণ্ডব’: শাকিব খান

 

‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন