রাজধানীর শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় এই আগুন লাগে।
এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "৯টা ২০ মিনিটের মধ্যে সেখানে তাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিভেছে আরও ১৫ মিনিট পরে।"
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হককে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর লিখেছে, "ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।"
শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে মফিদুল হক জানান।