মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির সঙ্গে পরিবারের আবেগঘন পুনর্মিলন

২ সপ্তাহ আগে
ছবিতে দেখা যাচ্ছে, মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিদের ফিরে পেয়ে পরিবারের লোকজন ও সঙ্গীরা আনন্দে জড়িয়ে ধরেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ওমের শেম টোভকে অপহরণ করে গাজায় আটকে রাখা হয়েছিল। হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি-বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির অংশ  হিসেবে তাকে এক অজ্ঞাত স্থানে মুক্তি দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়ে তিনি খুশি।  প্রায় এক দশক আগে গাজায় প্রবেশ করেছিলেন আভেরা মেনজিসতু; তারপর থেকে তাকে সেখানে আটকে রাখা হয়। হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি-বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির অংশ  হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েলের তেল আবিবের ইশিলভ হাসপাতালে তিনি তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ২২ ফেব্রুয়ারি, ২০২৫। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।   (রয়টার্স)
সম্পূর্ণ পড়ুন