মিয়ামারের ভূমিকম্পে উদ্ধারকাজ চালানো ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

৩ সপ্তাহ আগে
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে উদ্ধারকাজ চালানোর মধ্যেই তিনজন মার্কিন মানবাধিকার কর্মীকে ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। একজন সাবেক জ্যেষ্ঠ কর্মী এ তথ্য জানিয়েছেন।

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সাবেক এক কর্মকর্তা মার্সিয়া ওং রয়টার্সকে জানান, দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মিয়ানমারে যাওয়ার পর তিন কর্মকর্তাকে জানানো হয়েছিল, তাদের কাজ থেকে বাদ দেয়া হবে।

 

ইউএসএআইডির মানবিক সহায়তা ব্যুরোর সাবেক উপ-প্রশাসক ওং জানান, ‘এই দলটি অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।’

 

আরও পড়ুন:চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প

 

ওং আরও বলেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে তিনজন ইউএসএআইডি কর্মী রাস্তায় ঘুমিয়েছেন।

 

মিয়ানমারে কয়েকদিন আগে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার মিয়ানমারকে কমপক্ষে ৯ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। 

 

কিন্তু তার প্রশাসনের ইউএসএআইডি-তে ব্যাপক কাটছাঁট করায় যুক্তরাষ্ট্রের সহায়তা করার ক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। অন্যদিকে চীন, রাশিয়া, ভারত এবং অন্যান্য দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে।

 

ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় সমস্ত ইউএসএআইডি কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

বিদেশে মার্কিন সহায়তার সরবরাহ এবং প্রভাব বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম ইউএসএআইডি।

 

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকার দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। অপচয় কমানোর কথা বলে মাস্কের নেতৃত্বে সরকার দক্ষতা বিভাগ কর্মীদের চাকরিচ্যুত করে। 


এদিকে,ইউএসএআইডির কর্মীদের চাকরিচ্যুতি কয়েক মাসের মধ্যে কার্যকর হবে। শুক্রবার ইউএসআইডির সব কর্মীদের একটি সভার পর তাদের চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়। 

 

আরও পড়ুন:‘ভুল করে’ কয়েকজন ইউক্রেনীয়কে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ!

 

এদিকে, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি।

 

এছাড়া ইউএসএআইডি ভেঙে যাওয়ার কারণে ভূমিকম্পে সাড়া দিতে ওয়াশিংটন দেরি করেছে বলে সমালোচনাও উড়িয়ে দেন রুবিও।

 

২৮ মার্চ স্থানীয় সময় দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন