বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।
মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক যাচ্ছিল। এ সময় একই দিক থেকে যাওয়া পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এসময় চালকসহ পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: গোপালগঞ্জে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন।