মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার আগেই জানানো হয়েছিল শান্তকে: বিসিবি

১ সপ্তাহে আগে
শ্রীলঙ্কা সফরের আগেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক বানানো হয় মেহেদী হাসান মিরাজকে। বয়সভিত্তিক দল থেকেই একসঙ্গে খেলে আসা সতীর্থকে অভিনন্দন জানাতে সেদিন খুব একটা দেরি করেননি নাজমুল হোসেন শান্ত। তবে পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে একটি বিষয় নিয়ে আক্ষেপ জানিয়েছিলেন তিনি। শান্তর মতে, তাকে সরাসরি না জানিয়েই মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার টেস্টের অধিনায়কত্বও ছেড়েছেন শান্ত। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এসে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। অনেকেরই ধারণা, ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর আগে না জানানোয় বিসিবির প্রতি অভিমান করেই হয়তো টেস্টে নেতৃত্ব ছেড়েছেন শান্ত। তবে এটার সুযোগ দেখছেন না অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরাজকে অধিনায়ক করার আগে শান্ত জানতেন বলে জানিয়েছেন এই বোর্ড কর্তা।


শ্রীলঙ্কায় দলের সঙ্গেই আছেন ফাহিম। কলম্বোয় আজ (২৮ জুন) ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘ওর নেতৃত্বগুণ আমি খুব কাছ থেকে দেখেছি। খুব ভালো অধিনায়কত্ব করেছে এবং সে খুব দারুণ নেতা। এটা যদি না হতো (শান্ত টেস্ট অধিনায়ক থেকে সরে না দাঁড়ালে) খুবই ভালো হতো। সে বলেছে, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং আমি সেটাকে সম্মান জানাই। আশা করব, ও ক্রিকেটার হিসেবে এবং ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ও অধিনায়ক না থাকলে ওর যে নেতৃত্বগুণ আছে সেটা দলের জন্য কাজে লাগবে। আমি তার জন্য শুভকামনা জানাই এবং আশা করি সে দলে থাকবে৷’


আরও পড়ুন: দেশ ছাড়ার আগে জয়ে অবদান রাখার কথা বলে গেলেন তাসকিন


শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বোর্ডের কোনো ধারণা ছিল কি না, এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘ধারণা করেছিলাম এটা হলেও পরে হবে৷ আজকেই হবে, এমনটা ধারণা করিনি। ও যেহেতু মনে করেছে আজকেই ওর সিদ্ধান্তটা জানাবে, আমি সেটাকে সম্মান জানাই।’


নেতৃত্ব ছাড়ার ঘোষণায় শান্ত জানিয়েছেন, অভিমান নয়, দলের স্বার্থে অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছেন। তবে ফাহিম মনে করছেন, শুধু টেস্টে অধিনায়ক হওয়ার আগ্রহ নেই শান্তর। সদ্য সাবেক টেস্ট অধিনায়কের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘শুধু টেস্ট অধিনায়কত্ব করার আগ্রহটা বোধহয় ওর মধ্যে কম ছিল। সে কারণেই হয়তো সরে গিয়েছে। আমাদের মধ্যে বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে কিছুটা বলার চেষ্টা করেছে। কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্তটা নেবে, সেটা আমরা আশা করিনি।’


আরও পড়ুন: সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত


না জানিয়ে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়টিই শান্তকে টেস্টের নেতৃত্ব ছাড়তে প্রভাবিত করছে, কিছুদিন আগে এমন গুঞ্জনও উঠেছিল। তবে এটার কোনো সুযোগ দেখছেন না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। তিনি স্পষ্ট জানান, শান্তকে জানিয়েই মিরাজকে অধিনায়ক করা হয়েছিল। ফাহিম বলেন, ‘সিদ্ধান্তটা যখন বোর্ডের পক্ষ থেকে নেয়া হয়েছে, তখন প্রথমেই শান্তর সঙ্গে আলাপ করা হয়েছে এবং সেসময়ে ওর দায়িত্ব কী থাকবে, সেটা ওকে বলা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হলো মিরাজ, তাকে হলা হয়েছে ওয়ানডের অধিনায়ক করা হচ্ছে।’


ফাহিম যোগ করেন, ‘আমার ধারণা ছিল শান্তই চালিয়ে যাবে (টেস্টের অধিনায়কত্ব)। করলে ভালো হতো। সে অনেক ভালো নেতা। অনেকদিন ধরেই অধিনায়কত্ব করছে। রেকর্ডের দিকে আমি যাব না, এমনিতে দেখেই আমার মনে হয়েছে ও ভালো নেতা। সেজন্য আমার মনে হয়েছিল ও চালিয়ে যাবে। যেহেতু ও থাকছে না, সেহেতু নতুন করে ভাবতে হবে আমাদের।’

]]>
সম্পূর্ণ পড়ুন