মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।
স্থানীয়রা জানায়, গত ৩১ মে ভোরে অজ্ঞাতনামা কেউ শিশুটিকে পূর্বমায়ানী গ্রামের একটি খালপাড়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় সমাজকর্মী মো. ওসমান গনি শিশুটিকে উদ্ধার করে নিঃসন্তান একটি পরিবারের হাতে লালন-পালনের জন্য তুলে দেন। জেলা প্রশাসনের অধীনে মেডিকেল চিকিৎসা দেয়া হয় হচ্ছিল নবজাতকটিকে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। ওজন কম এবং অপরিপক্কতার কারণে তার শারীরিক জটিলতা ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল।’