মিরপুরে ২ বোন খুনের রহস্য উদ্‌ঘাটন, ভাগিনা গ্রেফতার

৫ দিন আগে
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দুই নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত গোলাম রব্বানী খান তাজ নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

সোমবার (১২ মে) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

ডিএমপির যুগ্ম কমিশনার জানান, শুক্রবার (৯ মে) সাইকেল কেনার টাকা সংগ্রহে শেওড়াপাড়ায় খালার বাসায় আসে গোলাম রব্বানী। এক পর্যায়ে সুযোগ বুঝে খালার বেডরুমের আলমারী থেকে টাকা চুরির সময় দেখে ফেলেন খালা। এরপর বিষয়টি পরিবারের কাছে জানিয়ে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে খালার পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর। বিষয়টি দেখে ফেলায় অপর খালাকেও ছুরিকাঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে শিলপাটা দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে সে।

 

আরও পড়ুন: সাভারে মেয়ের হাতে বাবা খুনের ব্যাপারে যা জানা গেলো

 

নাসিরুল ইসলাম আরও জানান, সিসিটিভি ক্যামেরায় আসামির গতিবিধি ও ফুটেজ যাচাই করে তাকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে আরও কেউ হত্যাকাণ্ডে জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

]]>
সম্পূর্ণ পড়ুন