মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১ সপ্তাহে আগে
রাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে  রাজধানীর মিরপুর–৬ নম্বরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২ টা ২ মিনিটে। এরপর মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

আরও পড়ুন: টার্মিনালে রাখা বাসে গভীর রাতে আগুন

 

এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে জানিয়ে মিডিয়া সেলের কর্মকর্তা খাইরুল ইসলাম রনি জানান, মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

 

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন