রোববার (২০ জুলাই) বিকেলের দিকে ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লুট করা জিনিসপত্র জব্দ করেছে পুলিশ।
তবে পুলিশ এখনও আটকদের নাম পরিচয় জানায়নি।
পুলিশ জানায়, ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর তিন মাস ধরে ডিওএইচএসের ওই ভবনে ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করছেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই নারী। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডির একটি হাসপাতালে থাকাকালীন রোববার দুপুরে সেনা সদস্য পরিচয়ে তার বাসায় প্রবেশ করেন কয়েকজন ব্যক্তি। ঐ সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী।
আরও পড়ুন: হত্যা-ডাকাতি বাড়লেও পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া জানান, গ্রেফতারদের মধ্যে দুজন সাবেক সেনা কর্মকর্তা। একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরেকজন অবসরপ্রাপ্ত কর্পোরেল। ঘটনার সঙ্গে জড়িত বাকি চারজনকে ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।