বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টায় বরিশাল আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি খালেদা জিয়ার একজন কর্মী। সততার সঙ্গে দল করি, ঈমানের সঙ্গে দল করি। আমার রাজনৈতিক চরিত্র কলঙ্কিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।’
শিরিন আরও বলেন, ‘৪২ বছরের রাজনৈতিক জীবনে কখনও কেউ আমার প্রতি কোনো অভিযোগ তুলতে পারেনি। দলের কেউও আমার সততা নিয়ে প্রশ্ন তোলেনি। আমার অনুরোধ—আপনারা সত্য ঘটনাটি তুলে ধরুন। আমি রাজনীতি করতে চাই সততার সঙ্গে।’
নিজ শহর বরিশালের প্রতি নিজের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ‘এই বরিশালের মাটিতেই আমার জন্ম। এখানে আমি বড় হয়েছি। বরিশালের সিনিয়র সাংবাদিকেরা যারা আজ আমাদের মাঝে নেই, তাদের কথা মনে পড়ে। তাদের লেখনির মাধ্যমেই আমি ‘শিরিন’ হয়েছি। ৯০-এর আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত আমাকে তারা তুলে ধরেছেন।’
এদিন শিরিন যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তিনি বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরীর আদালতে মামলা করেন। আদালত বিবাদীকে সমন জারি করেছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে আগামী ১ সেপ্টেম্বর।
আরও পড়ুন: বরিশালে আগুনে পুড়ে ২ দোকান ও ২ বসতবাড়ি পুড়ে ছাই
মামলায় শিরিন অভিযোগ করেন, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর আগে পুকুরটি কিনেছিলেন এবং তিনি ওয়ারিশ সূত্রেও আধা শতাংশের মালিক নন। পুকুরটির প্রকৃত মূল্য ১০ কোটি টাকা নয় এবং এটি এখন ব্যবহার অনুপযোগী। তিনি পুকুর ভরাটে জড়িত ছিলেন না বলেও মামলায় উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সংবাদটি প্রকাশের ফলে আমার রাজনৈতিক ও পারিবারিক সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একাধিক প্রতিবাদলিপি দেয়ার পরও পত্রিকা কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে তিনটি উকিল নোটিশ দিলেও তিনি জবাব দেননি। মিথ্যা সংবাদ প্রকাশের কারণে আমার উচ্চ রক্তচাপ বেড়েছে, জীবন হুমকির মুখে পড়েছে।’
অন্যদিকে এ বিষয়ে যুগান্তর ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন বলেন, ‘জাল দলিলের মাধ্যমে পুকুরটির মালিকানা বদল করা হয়েছে। এটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর এবং জলাশয় আইনে একে ভরাট করা অপরাধ। ৫ আগস্টের ঘটনার পর শিরিনের ভাই শামিম স্বশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেছেন। পরিবেশ অধিদফতর যে নোটিশ দিয়েছে, তাতে শিরিনের নাম রয়েছে। মামলা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।’
মতবিনিময় সভায় বিলকিস জাহান শিরিনের অনুসারীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১১ আগস্ট বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়।
]]>