যাঁরা ফ্যান্টাসি, থ্রিলার ও ঐতিহাসিক গল্পের সংমিশ্রণ পছন্দ করেন, তাঁদের জন্য ‘সাম্ভালা’ সিরিজ একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে। এটি কেবল বিনোদন দেয় না, বরং এমন কিছু বিষয় নিয়ে ভাবতে শেখায়, যা সচরাচর বাংলা সাহিত্যে দেখা যায় না। এটি একাধারে অ্যাডভেঞ্চার ও একটি গভীর আধ্যাত্মিক যাত্রা। সব মিলিয়ে ‘সাম্ভালা’ সিরিজটি বাংলা সাহিত্যের একটি বিশেষ সংযোজন, যা একই সঙ্গে নতুন পাঠকদের আকৃষ্ট করবে এবং পুরোনো পাঠকদেরও সন্তুষ্ট করবে।