মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান।
তিনি জানান, সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন হারাল ৩৩৯৬ কোটি টাকা
বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থ সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন খসড়া বিধিমালায় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, মিউচ্যুয়াল ফান্ড খাতে সুশাসন নিশ্চিতকরণ এবং খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ-যথা ট্রাস্টি, হেফাজতকারী ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যকে আরও সুস্পষ্ট করা হয়েছে।
খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের লক্ষ্যে শিগগির কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিএসইসি।
]]>