ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে আসেন ছেলে। এসে দেখেন মায়ের কবরটির মাঝখানে কুয়ার মতো গর্ত। ভেতরে নেই দেহাবশেষ। মায়ের কবরের পাশেই ভাতিজার কবর। এই কবরটিরও একই চিত্র! কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল সোমবার রাতের কোনও এক সময় ওই কবরস্থানের দুটি মরদেহের কঙ্কাল চুরির হয়েছে।
এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায়... বিস্তারিত