মায়ার ঘূর্ণিপাকে

১ সপ্তাহে আগে
এদিক–ওদিক চতুর্দিকেই—তারই নামের সুর হাওয়ার বুকে হাতটা রেখে জেনেছি সে দূর। পরাণজুড়ে পাষাণ–পাহাড়—জল তিয়াসে মরি পথের বাঁকে দাঁড়াই এসে ফেরার পথটা ধরি, সেই মানুষটা কোথায় আছে, কোথায় বসে ডাকে খুব গোপনে যাই জড়িয়ে—মায়ার ঘূর্ণিপাকে!
সম্পূর্ণ পড়ুন