লিওনেল মেসি। যার বা পায়ের ঝলকে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে পুরো দুনিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিন দিন বেড়ে চলেছে এই আর্জেন্টাইন মহাতারকার গতি আর ক্ষীপ্রতা। ইন্টার মায়ামিতে একের পর এক ম্যাচে গড়ে চলেছেন রেকর্ড। আর তাতে যুক্তরাষ্ট্রে দেখা মিলছে নতুন এক মেসির। যার পায়ের ঝলকে বয়সের যেন কোনো প্রভাবই নেই।
ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরই ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো দলটাকে লিগস কাপের শিরোপা জেতান মেসি। ক্লাবে নিয়ে আসেন সাবেক সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজকে। আর সবশেষ তো আর্জেন্টিনা দলে তার সতীর্থ রদ্রিগো ডি পলকেও ভিড়িয়েছেন। ইন্টার মায়ামিতে বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় পার করছেন মেসি। মাঠের পারফরম্যান্সেও তার ছাপ স্পষ্ট। এরপর মার্কিন মুলুকে তার অন্তর্ভুক্তিতে রীতিমতো ফুটবল নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হতে থাকে একটা উন্মাদনা। এমএলএসের লড়াইও এখন বেশ জমজমাট।
আরও পড়ুন: সমর্থকদের দোষে উয়েফার শাস্তি পেল পিএসজি
ইউরোপ ছাড়ার পর থেকেই বলা হচ্ছে, লিও মেসি নাকি ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সেখানে পাড়ি জমিয়েছেন। ক্লাবটার সঙ্গে তার এই যাত্রাটা কাটছে বেশ। এবার তাই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাবের সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার কথা। তবে, এবার ইন্টার মায়ামির সঙ্গে সম্পর্কটা আরো লম্বা করতে যাচ্ছেন লিও।
সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, আগামী তিন বছরের জন্য মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এলএমটেন। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকবেন মহাতারকা। যেখানে তার লক্ষ্য হলো, এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। তবে, শোনা যাচ্ছে চুক্তিটি হতে পারে লিওর স্বাচ্ছন্দ্যের ওপর ভিত্তি করে। মেসি চাইলে ২০২৬/২৭ মৌসুমে এ চুক্তি থেকে সরেও যেতে পারেন। তাকে দলে রাখতেই এ ধরনের চুক্তির পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।