মায়ামিতে বার্সেলোনার ম্যাচ, খেলা বন্ধ রেখে প্রতিবাদ লা লিগার খেলোয়াড়দের

১ সপ্তাহে আগে
বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগার একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। আর এ নিয়েই শুরু হয় নানা বিতর্ক। লা লিগার এমন সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেয়নি লিগের খেলোয়াড়েরা। এ নিয়ে লা লিগা কর্তৃপক্ষ ও খেলোয়াড় ইউনিয়নের (এএফই) মধ্যে তৈরি হয়েছে গভীর অস্বস্তি।

লা লিগা ও এএফই’র মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বহু বছর ধরেই। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে উত্তেজনা ছড়িয়েছে চরমে। 

 

বিতর্কের মূল কারণ ২০ ডিসেম্বর বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়ে। খেলোয়াড়দের অভিযোগ, এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের কোনো মতামত ছাড়াই। গত দু মাস ধরে অধিনায়করা তথ্য জানতে চাইলেও নীরব থেকেছে লা লিগা কর্তৃপক্ষ। 

 

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে আর্জেন্টিনা-বাংলাদেশ, অবনতি ব্রাজিলের

 

এরই অংশ হিসেবে শুক্রবার (১৭ অক্টোবর) রিয়াল ওভিয়েদো ও এসপানিওলের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো দেখা যায় মাঠে সরাসরি প্রতিবাদ। ম্যাচ শুরু হওয়ার পরই দুই দলের খেলোয়াড়রা খেলা বন্ধ রেখে প্রথম ১৫ সেকেন্ড নীরব থেকে প্রতিবাদ জানান। যদিও টেলিভিশনে ম্যাচের প্রথম ২৫ সেকেন্ড সম্প্রচার না করায় সেই প্রতিবাদ সরাসরি দেখানো হয়নি।

 

স্প্যানিশ ফুটবলারদের সংগঠন (এএফই) এই প্রতিবাদের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, নবম রাউন্ডের প্রতিটি ম্যাচেই একই রকম প্রতিবাদ চলবে, যাতে কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করার বিষয়টি সামনে আনা যায়। 

 

এক বিবৃতিতে এএফই বলেছে, খেলোয়াড়রা প্রতীকী উপায়ে প্রতিবাদ জানাবেন, যাতে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব, সংলাপের ঘাটতি ও নীতিগত অসংগতি প্রকাশ পায়। তারা আরও জানিয়েছে, লা লিগার ২০টি দলের অধিনায়কই এই প্রতিবাদে একমত হয়েছেন। 

 

আরও পড়ুন: ফ্রিতে অটোগ্রাফ দেয়া বন্ধ করছেন ইয়ামাল!

 

তবে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের খেলোয়াড়দের সরাসরি মাঠে প্রতিবাদে অংশ নিতে বলা হয়নি। তবে এএফই জানিয়েছে, তারা প্রতিবাদের মূল উদ্দেশ্যের সঙ্গে একমত। 

 

এদিকে বার্সা কোচ হান্সি ফ্লিক ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এবং তার খেলোয়াড়রা লা লিগার এই সিদ্ধান্তে খুশি নন। ফ্লিকের মতে, ৭২০০ কিলোমিটার ভ্রমণ করে একটি লিগ ম্যাচ খেলতে যাওয়া মোটেও যুক্তিসংগত নয়। 

 

তবে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা রয়েছেন ভিন্ন অবস্থানে। তিনি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘আমেরিকার বিশাল ক্রীড়া বাজারে বার্সেলোনার ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় সুযোগ।’

]]>
সম্পূর্ণ পড়ুন