মাহাথির মোহাম্মদের নাতির বাড়িতে ভয়াবহ ডাকাতি

২২ ঘন্টা আগে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের এক নাতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনের বেলায় সংঘটিত এই দুঃসাহসিক ডাকাতিতে প্রায় ১৮ লক্ষ রিঙ্গিত (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ কোটি ৩৬ লাখ টাকা) মূল্যের গয়না খোয়া গেছে।

শনিবার (২৬ জুলাই) কুয়ালালামপুর পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউসুফ জান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

 

এই ঘটনায় বুকিত লেডাং এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

আরও পড়ুন:মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি জলিল আহমেদের মাসিক আয় এখন দেড় লাখ টাকা

 

জানা যায়, বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে বুকিত লেডাংয়ের বাড়িতে একজন গৃহকর্মী চুরির বিষয়টি প্রথম জানতে পারেন। তিনি দেখতে পান, বাড়ির পেছনের দিকের গেট কেটে খোলা হয়েছে এবং ভেতরের শোবার ঘরটি তছনছ অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হয়।

 

পুলিশ নিশ্চিত করেছেন, এটি একটি ডাকাতির ঘটনা এবং চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে উচ্চমূল্যের গয়না রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের পরিচয় এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়। 

 

এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

আরও পড়ুন:সার আমদানিতে বাংলাদেশ-মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই

]]>
সম্পূর্ণ পড়ুন