মাহমুদউল্লাহর ফিফটি আর খুশদিলের আগ্রাসী ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের

১ সপ্তাহে আগে
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি আর শেষদিকে খুশদিল শাহর আগ্রাসী ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পেলো রংপুর রাইডার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ১২তম ম্যাচে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের লক্ষ্য ১৫৬ রান।

 

সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে রোববার (৪ জানুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন মাহমুদউল্লাহ। ঢাকার হয়ে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

 

আরও পড়ুন: মালিকানা-ঝামেলার মধ্য দিয়ে আসা চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের শীর্ষে

 

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না রংপুরের। দলের খাতায় ৩০ রান যোগ হতেই তারা হারায় কাইল মেয়ার্স (১১), লিটন দাস (৬) ও তাওহীদ হৃদয়ের (০) উইকেট। চতুর্থ উইকেটে দাউদ মালানকে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে গড়েন ৭৪ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৩ রান করে মালান আউট হলেও ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। ১৮তম ওভারে তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে ৪১ বলে ৭ চারের মারে তিনি করেন ৫১ রান।

 

শেষদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দলের সংগ্রহ দেড়শ ছাড়িয়ে নিতে সহযোগিতা করেন খুশদিল। ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় শেষ পর্যন্ত ৩৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তার অপর সঙ্গী নুরুল হাসান সোহান ৭ বলে ৭ রানে অপরাজিত ছিলেন।

 

ঢাকার হয়ে জিয়াউর ২টি, আর ১টি করে উইকেট তুলে নিয়েছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

 

রহমানউল্লাহ গুরবাজের যোগদানে শক্তি বেড়েছে ঢাকার ব্যাটিং লাইন আপের। তার উপর সাইফ হাসান, শামীম হোসেন, সাব্বির রহমানের মতো দেশীয় হার্ডহিটাররা তো রয়েছেনই। রংপুরের বোলিং ইউনিটের প্রাণ মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম ও আকিফ জাভেদরা তাদের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন সেটাই দেখার পালা।

 

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

 

এ ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকবে রংপুরের সামনে। অন্যদিকে টানা দুই হারে ব্যাকপুটে থাকা ঢাকার লড়াই জয়ে ফেরার।
 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন