মাস্কের সঙ্গে কথাও বলতে চান না ট্রাম্প, বিক্রি করবেন টেসলার গাড়ি

৩ সপ্তাহ আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের দ্বন্দের মধ্যে এলো নতুন মোড়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মাস্কের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ট্রাম্প। এমনকি এই ঝগড়ার জেরে নিজের টেসলা গাড়িও বিক্রি করে দেয়ার চিন্তা-ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত মঙ্গলবার (৩ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান ইলন মাস্ক। তার মতে, এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাস্ককে বাতিকগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প।

 

এর পরপরই মার্কিন বাজারে প্রায় ১৪ শতাংশ কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে, চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য করেন।

 

এমন উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইলন মাস্কের সঙ্গে কথা বলতে আগ্রহী নন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, ট্রাম্প বিভিন্ন সংবাদমাধ্যমে বলেন, ইলন মাস্ককে নিয়ে আর ভাবছেনও না তিনি।

 

আরও পড়ুন: কেন এপস্টেইন ফাইল প্রকাশ করেননি ট্রাম্প, বোমা ফাটালেন মাস্ক

 

এমনকি মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রচারে সহায়তার জন্য ট্রাম্প এবছরের শুরুর দিকে যে টেসলা গাড়ি কিনেছিলেন, সেটিও তিনি এখন বিক্রি করে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন।

 

ঊর্ধ্বতন হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে সিবিএস নিউজ। লাল এই টেসলা গাড়িটি হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে কয়েক সপ্তাহ ধরেই দাঁড় করিয়ে রাখা আছে।

 

ট্রাম্প এখন এই গাড়ি থেকে মুক্তি পেতে চাইছেন। এটি তিনি হয় বিক্রি কিংবা দান করে দিতে চান বলে জানানো হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমের খবরেও।

 

শুক্রবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি মাস্কের সঙ্গে সম্প্রীতি ফেরাতে কোনো ধরনের ফোনালাপের আশা গুঁড়িয়ে দেন।

 

আরও পড়ুন: ইলন মাস্ক উন্মাদ হয়ে গেছেন: ট্রাম্প

 

সিএনএনকে তিনি বলেন, ‘আমি এমনকি ইলন মাস্ক কে নিয়ে ভাবছিও না। তার সমস্যা দেখা দিয়েছে। বেচারার সমস্যা হয়েছে।’ এর আগে ট্রাম্প এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ‘মাস্ক পাগলামি করছেন’ বলে মন্তব্য করে বিবাদে নতুন মাত্রা যোগ করেছেন।

 

ট্রাম্পের সঙ্গে মাস্কের দ্বন্দ্ব শুরু হওয়ার পর টেসলার শেয়ারে ব্যাপক দরপতন শুরু হয়। মাত্র একদিনের ব্যবধানে কোম্পানিটির ১১৫ বিলিয়ন ডলার কমে গেলে সেটির প্রভাব পড়ে মাস্কের ব্যক্তিগত সম্পদের ওপরও। এই অবস্থায় ট্রাম্পের এমন সিদ্ধান্ত টেসলার শেয়ারে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের।

]]>
সম্পূর্ণ পড়ুন