মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

২ সপ্তাহ আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তবে মাস্কের এই দল গঠনের ঘোষণাকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৬ জুলাই) নিউ জার্সির গলফ ক্লাবে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। যুক্তরাষ্ট্রে দুই-দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় কোনো দল এখানে আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। তিনি (মাস্ক) চাইলে মজা করতে পারেন। তবে আমি মনে করি এটি হাস্যকর।’


ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিয়ে এরপর সামাজিক মাধ্যমেও মন্তব্য করেছেন ট্রাম্প। নিজের মালিকানীধান ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ইলন মাস্ককে ট্রেন দুর্ঘটনার মতো অবস্থায় দেখে খুবই হতাশ। গত পাঁচ সপ্তাহ ধরে তিনি পথভ্রষ্ট হয়ে আছেন।’

 

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে বিরোধ: নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাস্কের!

 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের ব্যয় হ্রাস অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তবে ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়।

 

এমন পরিস্থিতিতে শনিবার (৫ জুলাই) ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দিয়েছেন, তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

 

এর আগে ট্রাম্পের সাথে মাস্কের প্রকাশ্য বিরোধের সময় তিনি প্রথমে একটি দল গঠনের সম্ভাবনার কথা তুলেছিলেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন।

 

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কনীতির কারণে ঝুঁকিতে খোদ মার্কিন অর্থনীতি!

 

ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

 

এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’

]]>
সম্পূর্ণ পড়ুন