মাসের শুরুতেই বিশ্ববাজারে বাড়ল দুগ্ধজাত পণ্যের দাম

১ দিন আগে
চলতি মাসের শুরুতেই দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে বিশ্ববাজারে। সবচেয়ে বেশি ৬ শতাংশ বেড়েছে ননিছাড়া গুঁড়োদুধের দাম। দাম কমতির শীর্ষে রয়েছে বাটার মিল্ক পাউডার ও মোজারেলা। এ তথ্য মিলেছে গ্লোবাল ডেইরি ট্রেডের এবারের নিলামে।

চাহিদা বাড়ায় গ্লোবাল ডেইরি ট্রেড-জিডিটি'র চলতি মাসের প্রথম নিলামে বেড়েছে ননিছাড়া গুঁড়োদুধের দাম। দুই সপ্তাহ আগের নিলামের তুলনায় গত ১লা এপ্রিলের নিলামে এই গুঁড়োদুধের দাম ৫.৯ শতাংশ বেড়েছে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে ২ হাজার ৮৭৬ ডলারে।

 

তবে ননিযুক্ত গুঁড়োদুধের দাম এবার নিলামে ০.১ শতাংশ কমে ৪ হাজার ৬২ ডলারে বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন। যদিও আগের নিলামে দাম বেড়েছিল ০.২ শতাংশ।

 

আরও পড়ুন: বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম কেমন?

 

সবচেয়ে বেশি দাম কমেছে বাটার মিল্ক পাউডারের। ৫.৬ শতাংশ কমে এবার নিলামে দুগ্ধজাত এই পণ্য হাত বদল হয়েছে ২ হাজার ৮০৭ ডলারে।

 

আগের নিলামে ৫.১ শতাংশ দাম বাড়লেও এবার মোজারেলার দাম কমেছে ৪ শতাংশ। ৪৫১৭ ডলারে বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন মোজারেলা।

 

আর ল্যাকটোজের দাম ২.৬ শতাংশ কমে বেচাকেনা হয়েছে ১ হাজার ১৩২ ডলারে।

]]>
সম্পূর্ণ পড়ুন