সদ্য শেষ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ৫ ম্যাচের মধ্যে তিন টেস্টে স্টোকস ব্যাট হাতে ৫০.২০ গড়ে রান করেছেন ২৫১। বল হাতেও ছিলেন দারুণ কার্যকর, ২৬.৩৩ গড়ে উইকেট শিকার করেছেন ১২টি।
ভারতের বিপক্ষে সিরিজে লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ড টেস্টে টানা দুই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন স্টোকস। ওল্ড ট্রাফোর্ডে বাঁহাতি এই ব্যাটার খেলেছেন ১৪১ রানের দুর্দান্ত এক ইনিংস। সেই ইনিংসে ৬৬৯ রান করেছিল ইংলিশরা।
আরও পড়ুন: ভারতকে জিতিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে সিরাজ, বড় লাফ প্রসিধ কৃষ্ণার
একই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টে ৯৪.৫০ গড়ে করেছেন ৫৬৭ রান। এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৬১ রানের দুর্দান্ত ইনিংস।
চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। সে ম্যাচে ইংলিশদের সাথে ড্র করেছিল ভারত। শেষ পর্যন্ত ৫ ম্যাচের এই সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে। অধিনায়ক হিসেবে এটি ছিল শুভমন গিলের প্রথম সিরিজ।
আরও পড়ুন: সব খেলোয়াড়ের প্রথম অগ্রাধিকার জাতীয় দল: সোহান
আইসিসি’র মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডারও। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন এই নতুন টেস্ট অধিনায়ক। ২৬৫.৫০ গড়ে দুই ম্যাচে মুলডার রান করেছেন ৫৩১।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মুলডারের ব্যাট থেকে আসে ১৪৭ রান। বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে করেছেন অপরাজিত ৩৬৭ রান। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বল হাতেও ছিলেন দুর্দান্ত, ১৫,২৮ গড়ে শিকার করেছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম টেস্টে নিয়েছিলেন ৪ উইকেট।
]]>