মালয়েশিয়ায় কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে, বাংলাদেশি চালক গুরুতর আহত

৩ সপ্তাহ আগে
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কার নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে সেতুর নিচে পড়ে এক বাংলাদেশি চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে বাতু মুদা এলাকা থেকে ছেড়ে আসেন ওই চালক। এ দুর্ঘটনায় একজন পথচারীও নিখোঁজ রয়েছেন।

 

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, জালান ইপোহ থেকে বুলতান কেপং অভিমুখে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক ভিয়েতনামি নারী চালকের গাড়িকে ধাক্কা দেয়, এরপর একজন পথচারীকে আঘাত করে। ধাক্কায় পথচারী সেতুর নিচে ছিটকে পড়েন।

 

আরও পড়ুন: দুই যুবকের প্রবাসযাত্রার স্বপ্ন বাঁচাল সেনাবাহিনী

 

গাড়িটি পরে নিচে পড়ে একটি কংক্রিট পাইপের ফাটলে আটকে যায়। এতে বাংলাদেশি চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিখোঁজ পথচারীর পায়ের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।

 

সেন্তুল, জিনজাং ও হ্যাং তুয়াহ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ জানায়, বাংলাদেশি চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪২(১) ধারায় মামলা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি তার নিজের নয়; বন্ধু থেকে ধার নেয়া ছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন