নিহত যুবককে গলা ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন গুয়া মুসাং জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট সিক চুন ফু।
বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) এক বিবৃতিতে তিনি জানান, গতকাল সকাল ১০টার দিকে একজন স্থানীয় ওই যুবকের মরদেহটি দেখতে পান। মৃত ওই বাংলাদেশি যুবকের বয়স ৩০ বছরের কাছাকাছি। তবে, বিস্তারিত আর তথ্য জানানো হয়নি।
সিক চুন ফু আরও জানান, মরদেহের গলায় এবং বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৮ মাসে ১৫ বাংলাদেশিসহ ২৮৬ বিদেশি নারী আটক
পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তারা কাছের কোনো থানায় যোগাযোগ করতে বলা হয়েছে অথবা গুয়া মুসাং থানায় ০৯-৯১২ ১২২২ নম্বরে ফোনের অনুরোধ করেন।
ঘটনাটি দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী একটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।