মালয়েশিয়ায় ১০ দলের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইআইইউএম

৩ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’র সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রীড়া আসর ‘ইজ্জান গ্লোবাল ফুটসাল কাপ ২০২৫’। রোববার (২১ ডিসেম্বর) কুয়ালালামপুরের সেতাপাক ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

ফাইনালে মাহসা ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম)। প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হয় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আইআইইউএম-এর হামজা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের জন্য টুর্নামেন্টসেরা খেলোয়াড় হন রাফি।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিয়ে তিনি বলেন, 'বিয়ামের এই আয়োজন ও ফাইনাল ম্যাচটি দেখে আমি মুগ্ধ। ভবিষ্যতেও এমন বড় পরিসরের আয়োজনে আমি যুক্ত থাকতে চাই।'


বিয়ামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে ও কিফায়াতুল্লাহ বিন সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ, অবসরপ্রাপ্ত মেজর শামিম আল হাসান সারওয়ার এবং ইজ্জান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদসহ আরও অনেকে।


আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত 


টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো; ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, ইউসিএমআই, আলফা ইউনিভার্সিটি কলেজ, লিংকন ইউনিভার্সিটি, জিওমেটিকা ইউনিভার্সিটি এবং আয়োজক সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া।


টুর্নামেন্ট ডিরেক্টর ও বিয়ামের সেক্রেটারি জেনারেল এমডি রফিকুল ইসলামের নেতৃত্বে এবং বিভিন্ন চ্যাপ্টারের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সফল হয়। প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও নেতৃত্ববোধ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল ‘টি এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’।

]]>
সম্পূর্ণ পড়ুন