মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

৪ সপ্তাহ আগে
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহ এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৪০ বছর বয়সি একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সুঙ্গাই বুলোহ জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হাফিজ মুহাম্মদ নর।

 

তিনি জানান, সুঙ্গাই বুলোর জালান পেরসিয়ারান বিআরপি ১-এর ট্র্যাফিক লাইট মোড়ে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার হয় দুটি ব্যক্তিগত গাড়ি, একটি মোটরসাইকেল এবং নিহত বাংলাদেশির সাইকেল।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, ৪০ বছর বয়সি ওই বাংলাদেশি ব্যক্তি তার সাইকেলে করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। প্রথম ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এরপর আরও একটি মোটরসাইকেল এবং অন্য একটি এমপিভি তাকে ধাক্কা দেয়। ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় পিকআপ ভ্যান উল্টে ২ বাংলাদেশি নিহত

 

পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ সুঙ্গাই বুলোহ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯৭৬ সালের সড়ক পরিবহন আইনের ৪১ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ দুর্ঘটনার বিষয়ে যদি কারও কাছে কোনো তথ্য থাকে, তাহলে সুঙ্গাই বুলোহ পুলিশ সদর দফতরের ট্রাফিক ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর চে হাসান অ্যামবকের সঙ্গে ০১৩-৩৯৪০৪২৩ নম্বরে অথবা সুঙ্গাই বুলোহ আইপিডি-এর অপারেশন রুমের সঙ্গে ০৩-৬১৫৬১২২২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন