মঙ্গলবার (১৭ জুন) স্থানীয় আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেট এন শিবশাঙ্গারি এ আদেশ দেন।
২০১৭ সালের শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ আইনের ১৪(এ) ধারা অনুযায়ী এ ঘটনার তদন্ত করা হবে।
আদালত সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) বিকেল ৪টার দিকে অভিযুক্ত বাংলাদেশি ভুক্তভোগী শিশুর বাড়িতে জাল লাগানোর কাজ করার সময় এ ঘটনা ঘটায়।
জানা গেছে, শিশুটি তার বসার ঘরে খেলছিল এবং হঠাৎ কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে যায়।
শিশুটির তার মাকে জানায়, অভিযুক্ত তার পায়ের আঙুল ব্যবহার করে তার সঙ্গে অশালীন কাজ করার সময় সে গোপনাঙ্গে ব্যথা পায়। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিল।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে, বাংলাদেশি চালক গুরুতর আহত
ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে মেলাকা পুলিশ কন্টিনজেন্ট সদর দফতরের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (জেএসজে) ডি৯ এবং ডি১১ শাখার একটি পুলিশ দল সোমবার (১৬ জুন) বিকেল ৪টায় বাতু বেরেন্ডামে অভিযুক্তকে আটক করে।
তবে অভিযুক্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। প্রাথমিক ইউরিন টেস্ট পরীক্ষায় তার শরীরে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।