৬৭ বছর বয়সি প্রবাসী মো. ফিরোজ্জল মামুন একজন গৃহহীন ব্যক্তি বলে জানা গেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ অনুযায়ী, গত ৮ জুন বিকেল ৪টার দিকে ক্লুয়াংয়ের একটি সুপারশপে দুই কিশোরীকে যৌন হয়রানি করেন মামুন।
১১ ও ১২ বছর বয়সি দুই কিশোরী ওই সুপারশপে জিনিসপত্র কিনতে এসেছিল। এ সময় সুপারশপের কয়েকজন ক্রেতা ও কর্মী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। যৌন হয়রানির ঘটনা সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে যা প্রমাণ হিসেবে সামনে আনা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া বাংলাদেশির মরদেহ উদ্ধার
মো. ফিরোজ্জল মামুনকে মালয়েশিয়ার দ্য চিলড্রেনস সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১৭-এর ১৪(এ) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই আইনে শিশুদের উপর যৌন হয়রানির জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যার মধ্যে কারাদণ্ড ও জরিমানা উভয়ই রয়েছে।
বুধবার আসামি মামুনকে আদালতে হাজির করা হয়। তবে তিনি মালয় ভাষা বুঝতে না পারায় বিচারকের সামনে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। আসামিকে জামিনও দেয়া হয়নি। দোভাষীর জন্য আগামী ১০ জুলাই ফের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।