সোমবার (১৮ নভেম্বর) রাতে এক্স পোস্টের মাধ্যমে দেশটির অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ এই তথ্যটি নিশ্চিত করেন।
জানা যায়, আগে থেকে কিছু নোঙর করা থাকলেও সন্ধ্যার দিকে ছোট-বড় অসংখ্য নৌকা রাজধানী মালের ঘাটে ভিড়ছে। মালদ্বীপের বিভিন্ন দ্বীপকূল থেকে মাছ শিকার করে নিয়ে এসেছেন স্থানীয়দের পাশাপাশি কর্মরত প্রবাসীরাও। এতে ঘাটপাড়ের অস্থায়ী এই মাছ বাজারে ভিড় জমিয়েছেন অসংখ্য ক্রেতা। এত ভিড়ের মাঝেই চারিদিক থেকে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেন দেশটির অভিবাসন বিভাগ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী উদ্ধার
অভিবাসন নিয়ন্ত্রক মোহাম্মদ শামান ওয়াহিদ জানান, অভিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত ওই অঞ্চলে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনসাধারণের উদ্বেগের কারণে সোমবার সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্স দ্বারা অভিযান চালানো হয়েছিল। এ সময় ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ১০ হাজারের বেশি অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শেষ করার আশা করেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতায় আশার পর থেকে ‘অপারেশন কুরাঙ্গি’ নামের এই বিশেষ অভিযানে, এই পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠিয়েছেন পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে। যার বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।
]]>