মার্চ ফর গাজার সমর্থনে সময় টিভির অভূতপূর্ব কাভারেজ

৬ দিন আগে
ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে দাঁড়াতে এবং ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ফুঁসে ওঠে গোটা দেশ। বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার করতে শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে আয়োজন করা হয় মার্চ ফর গাজা কর্মসূচি। এদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সৃষ্টি হয় নতুন ইতিহাস। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখ লাখ মানুষ সমস্বরে জানায়, সব মত ও পথের ঊর্ধ্বে উঠে ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ তারা।

মার্চ ফর গাজা কর্মসূচি বিশ্বব্যাপী তুলে ধরতে একনিষ্ঠভাবে কাজ করে দেশের সবগুলো গণমাধ্যম। তবে এ কর্মসূচির নান্দনিক ও সৃজনশীল উপস্থাপনে শুক্রবার থেকেই মাঠে নামে সময় টিভি। কর্মসূচির প্রস্তুতি থেকে সমাপ্তি, খুঁটিনাটি সবকিছুর সর্বশেষ তথ্য সম্বলিত সংবাদ প্রচারে গুরুত্ব দেয় গণমাধ্যমটি।


মার্চ ফর গাজা কর্মসূচি সময় সংবাদের প্রতি ঘণ্টার বুলেটিনে সরাসরি সম্প্রচার করা হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে র‌্যালি নিয়ে সমাবেশ স্থলে যাওয়া এবং সমাবেশ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন সংবাদকর্মীরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকরাও সময়ের সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন ডিজিটাল প্ল্যাটফর্মে।


সময় সংবাদের এমন পদক্ষেপ প্রশংসা কুড়ায় দর্শক, শুভানুধ্যায়ীসহ অসংখ্য মানুষের। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয় কৃতজ্ঞতা।


বাংলাদেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মিডিয়া কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম বলেন, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে সময় টিভিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং গভীর কৃতজ্ঞতা। মার্চ ফর গাজা কর্মসূচিতে আপনারা যে নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন তা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে। আপনাদের বস্তুনিষ্ঠ ও হৃদয়স্পর্শী প্রতিবেদনের মাধ্যমে শুধু একটি কর্মসূচির চিত্রই তুলে ধরেননি বরং একটি নির্যাতিত জাতীর প্রতি বাংলাদেশের মানুষের অনুভূতি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। আমরা আশা করি, সত্য ও ন্যায়ের পক্ষে সময় টিভির এই অবিচল অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 


মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে কাজ করা বিভিন্ন পক্ষের চোখ এড়ায়নি সময় সংবাদের অবদান। দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সময় সংবাদের এমন পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।


বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাইল্লাহ আমীন বলেন, সময় টিভি মার্চ ফর গাজা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে বাংলাদেশের মানুষের অবস্থানকে স্পষ্ট করেছে।

 

আরও পডুন: ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর এবার আল জাজিরায়


বাংলাদেশ হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে দেশের মিডিয়াগুলো যেভাবে প্রচারণা চালিয়েছে তা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে সময় টিভি নেটওয়ার্ক সংকট থাকার পরেও যেভাবে দেশবাসী এবং বিশ্ববাসীর সামনে ইতিবাচকভাবে তুলে ধরেছে সেজন্য আমরা হেফাজতের ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুস সাত্তার সুমন বলেন, মার্চ ফর গাজায় সময় টিভি বিশেষভাবে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। তাদের বেশ কয়েকটি ইউনিট সারা দিনব্যাপী এই কর্মসূচিটিকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করেছে। আমরা গণমাধ্যমেও তার ছাপ দেখতে পেয়েছি। সময় টিভির এমন ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, সময় যেভাবে ব্যাপক মাত্রা কাভার করেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে তা অত্যন্ত ইতিবাচক কাজ হয়েছে।


শনিবারের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সময় সংবাদের কর্মীরাও সংহতি জানান ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে।

]]>
সম্পূর্ণ পড়ুন