বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘রংপুর বিভাগীয় ইমাম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘যে ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, সেই ঐক্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে।’
তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ লেখা হয়েছে ১ হাজার ৪০০ মানুষের রক্ত দিয়ে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করছে, তার মধ্য দিয়ে ইনসাফের বাংলাদেশ যেন গড়ে ওঠে। আর সেই অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে ফ্যাসিবাদমুক্ত ও ইনসাফের বাংলাদেশ।’
ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘গণভোটে কোনো ব্যক্তির জন্য ভোট নয়, গণভোট হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে তার ভোট। সে কারণে হ্যাঁ-এর পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্মেলনে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘ইনসাফ কায়েমের জন্যই জীবন দিয়েছেন শহীদ আবু সাঈদ। ইনসাফের দলিল প্রতিষ্ঠার ভোট হলো গণভোট এবং হ্যাঁ ভোট। পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: গণভোটের সুযোগ আগামী ১০ বছরে আর আসবে না: আলী রীয়াজ
তিনি আরও বলেন, ‘হাজার হাজার বিলিয়ন ডলার গণভোটের বিপক্ষে খরচ করছে ফ্যাসিস্টরা। শহীদ আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে একটি মাফিয়া শাসকতন্ত্র বিদায় করা হয়েছে। এবার যদি স্বাধীনতার লক্ষ্য অর্জনে ব্যর্থ হই, তা আর কখনই সম্ভব হবে না।’
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভাগের প্রায় ১ হাজার ২০০ ইমাম অংশ নেন।
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·