মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই

১ দিন আগে
‘চেওংডাম-ডং স্ক্যান্ডাল’ খ্যাত দক্ষিণ কোরিয়ার প্রিয় অভিনেত্রী লি সিও-ই মারা গেছেন। মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ জুন) অফিসিয়াল ইনস্টাগ্রামে হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার।


তিনি জানিয়েছেন, লি ২০ জুন মারা গেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু প্রকাশ করা হয়নি।

 

আরও পড়ুন: বিখ্যাত মার্কিন গায়ক ববি শারম্যান মারা গেছেন


তার ম্যানেজার ইন্সটাগ্রামের এক পোস্টে লিখেছেন, একজন উজ্জ্বল, সুন্দর, দয়ালু বোন ২০ জুন আকাশের তারা হয়ে যান... দয়া করে তার শান্তির জন্য প্রার্থনা করুন। তার শোকাহত বাবা-মায়ের পক্ষ থেকে বার্তাটি শেয়ার করা হয়েছে।


১৯৮২ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন লি। ২০১৩ সালে ‘হুর জুন, দ্য অরিজিনাল স্টোরি’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি।

 

আরও পড়ুন: মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ অভিনেতা

 

অভিনয় জীবনের পাশাপাশি, লি সিও-ই একাডেমিকভাবেও দক্ষ ছিলেন, তিনি হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে চেক এবং স্লোভাক নিয়ে অধ্যয়ন করেন এবং পরে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর শেষ করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন