রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,
জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ন্যায়বিচার পেয়েছি। এতে দেশবাসীও আনন্দিত। ইনশাআল্লাহ অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসবেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আরও পড়ুন: শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়: তারেক রহমান
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, কায়কোবাদ মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
]]>