ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন মতে, জোহরান মামদানির নির্বাচনীর প্রচারণা ছিল পুরোটাই বলিউড প্রভাবিত ও অনুপ্রাণিত। মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই তথ্য দিয়েছেন মামদানির প্রচারণার দায়িত্বে থাকা ভারতীয় নাগরিক অনীশ ভূপতি। বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন,
জোহরান বলিউডের পোস্টারকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। এমনকি কয়েকটি পোস্টারও পাঠান।
বিষয়টির ব্যাখ্যা করে অনীশ বলেন,
প্রচারণা পোস্টারে এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম যেটা আধুনিক আমেরিকান রাজনীতিতে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যমান হয়ে ওঠে। তাই পোস্টারের নকশায় গাঢ় অক্ষর, ছায়ার প্রভাব, রাজকীয় নীল, ক্র্যানবেরি লাল এবং গাঁদা হলুদ রঙের একটি প্রাণবন্ত রঙের প্যালেট ব্যবহার করা হয়।
অনীশ আরও বলেন,
পোস্টারে টাইপোগ্রাফির ব্যবহার ছিল। যা অন্য পোস্টার থেকে এটিকে আলাদা করেছিল। ফন্ট নির্বাচনের ক্ষেত্রে বোহেল্ড ফন্ট ব্যবহার করি। কারণ এ ফন্টে আমরা সবচেয়ে সুন্দর ‘Z’ পেয়েছিলাম। ক্লাসিক হিন্দি সিনেমার পোস্টার শিল্প থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এমন পোস্টার তৈরি করতে চেয়েছিলাম যা দক্ষিণ এশীয় পরিচয়ে ভূমিকা রাখে।
আরও পড়ুন: নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
শুধু পোস্টারই নয়, মামদানির সমাবেশে ব্যাকগ্রাউন্ডে বাজতে দেখা গেছে বলিউডের জনপ্রিয় গান। এমনকি নির্বাচনী প্রচারণায় ছিল বলিউডের সংলাপ, ভিডিও যা ভোটারদের কাছে দ্রুত পোঁছাতে সাহায্য করেছে মামদানিকে।
তার নির্বাচনী প্রচারণায় ছিল অমিতাভ বচ্চনের ‘দিওয়ার’, আমির খানের ‘ধুম’, শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’, ঋষি কাপুরের ‘কার্জ’র মতো বলিউডের সব জনপ্রিয় সিনেমা।
আরও পড়ুন: সালমান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ ও খ্যাতনামী লেখক মাহমুদ মামদানির ছেলে জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণায় তার শান্ত ও আত্মবিশ্বাসী প্রতিশ্রুতি তরুণ ভোটারদের কাছে ব্যাপক সাড়া ফেলে যে কারণে হেরে যান রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·