মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলির চন্ডিপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘আজ যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন, আপনারা সেটি নির্বাচনী ম্যানিফেস্টো বা দলীয় ম্যানিফেস্টোতে দিন। জনগণ যদি সেটি বেছে নেয় তাহলে আগামী নির্বাচন সেই মোতাবেক হবে। জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। দয়া করে জনগণের ওপর কোনো আদেশ করে চাপিয়ে দিলে সেটি ভালোভাবে নেবে না। বিএনপি কোনো অবস্থাতেই তা গ্রহণ করবে না।’
আরও পড়ুন: পিআরের কারণে নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে: ডা. জাহিদ
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলীয় নেতাকর্মীরা।
]]>