মানুষ সংস্কার শেষে এখন থেকে আরও ১ বছর পরে নির্বাচন চায়ঃ বদিউল আলম মজুমদার

১ সপ্তাহে আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। এ জরিপটির ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফল নিয়ে অংশীজনদের মন্তব্য ও বিশ্লেষণ ধারাবাহিকভাবে প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা বাংলা। বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রশ্নঃ ভয়েস অফ আমেরিকা বাংলার একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ৬১ দশমিক ১ শতাংশ মানুষ ১ বছরের মধ্যে নির্বাচন চান আবার ওই একই জরিপের অন্য একটি প্রশ্নের উত্তরে ৬৫ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা চান, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা দরকার বলে মনে করবে সেই সবগুলো সংস্কার শেষেই নির্বাচন হোক। এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। বদিউল আলম মজুমদার: এটাতো ঠিক আছে যে মানুষ সংস্কার শেষে এখন থেকে আরও ১ বছর পরে নির্বাচন চায়। অর্থাৎ, সেটা আগামী বছরের, অর্থাৎ ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের শুরুতে। এটা তো দেশে সব মানুষের চাওয়া। মানুষ এখন সংস্কার ও পরিবর্তন চায়। কারণ এতোগুলো প্রাণ এমনিতে দেয় নাই। তারা শুধু স্বৈরাচারের পতন চায় না, আগামীতে যাতে স্বৈরাচার ফিরে না আসে- এমন ব্যবস্থা করা হবে সংস্কারের মাধ্যমে সেই আশায় জীবন দিয়েছে। এখন সংস্কার না হলে সেই ঝুঁকিতো থেকেই যায়। তাদের আরেকটা দাবি ছিল এদেরেকে বিচারের আওতায় আনা। যারা অন্যায়, অত্যাচার লুন্ঠন করেছে- এগুলো তো করতে হবে। তবে, সরকারকে আরও গতিশীল হতে হবে। কিছু পরিবর্তন আনতে হবে। কিছু সংস্কার করতে হবে। যাতে স্বৈরাচারের পুনঃ আর্বিভাব না ঘটে। সাধারণ মানুষের সেই চাওয়াটা ভয়েস অফ আমেরিকার জরিপে ফুটে উঠেছে। প্রশ্নঃ সংখ্যাগরিষ্ঠ ৫৮ দশমিক ৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগ সরকারের তুলনায় অপেক্ষাকৃত ভালোভাবে দেশ চালাচ্ছে, যদিও একটি উল্লেখযোগ্য সংখ্যক ৪০ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় আওয়ামী লীগের চেয়ে খারাপ বা একই রকম করছে। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া... বদিউল আলম মজুমদারঃ আওয়ামী লীগ তো যেটা করেছে, সেটাকে কি দেশ পরিচালনা বলে। তারা তো মানুষের অধিকার হরণ করে, বিভিন্ন রকমের অন্যায় করে, আইনের শাসনের পরিবর্তে বল প্রয়োগ করে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে। এই সরকার তো তা করতে পারে না। তারপরও যে অধিকাংশ জনগোষ্ঠী এই সরকারকে সমর্থন করছে, এটা গুরুত্বপূর্ণ। (এই সাক্ষাৎকার নিয়েছেন আদিত্য রিমন।)
সম্পূর্ণ পড়ুন